পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় এলজিইডি নির্মিত ইন্দুরকানি-বাগোলেরহাট সড়কের পত্তাশী বাজারে ব্রিজের সংযোগ সড়ক ৪ দিনেও চলাচল উপযোগী হয়নি। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েছে ওই সড়ক দিয়ে প্রতিদিন চলাচলকারী কয়েক হাজার মানুষ ও যানবাহন।
স্থানীয়রা জানান, এই সড়কটি ইন্দুরকানী উপজেলাকে পার্শবর্তী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলাকে সংযুক্ত করেছে। আর এই সড়ক ব্যবহার করে উপজেলার পত্তাশী ইউনিয়নের কয়েক হাজার মানুষ পিরোজপুর, মোড়েলগঞ্জ ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। পার্শ্ববর্তী এলাকার লোকজনও এই সড়কটি ব্যবহার করে। সপ্তাহের প্রতি শুক্রবার ও সোমবার পত্তাশী বাজারে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন। এছাড়া বাজার সংলগ্ন একটি প্রাথমিক, একটি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি কলেজ রয়েছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহস্রাধিক শিক্ষার্থী লেখাপড়া করে। সেতুটি ক্ষতিগ্রস্থ হওয়ায় বিপদে পড়েছেন সকলেই।
ঘূর্ণিঝড় ফণী’র প্রভাবে খালে পানি বৃদ্ধি পেয়ে গত সোমবার হঠাৎ করে ব্রিজটির পূর্ব অংশের মাটি দেবে যেতে শুরু করে। সর্বশেষ মঙ্গলবার রাতে সড়ক থেকে ব্রিজটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে ওই সড়কে।ভাঙা অংশটি মেরামতের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ইন্দুরকানি উপজেলার উপ-সহকারী প্রকৌশলী রবীন্দ্রনাথ ঢালী।
Post a Comment