রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধিঃ
এই অফিস জনসাধারণের জন্য, এই অফিসে প্রবেশ করতে কোন অনুমতি লাগবে না। আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সাধারণ মানুষের কাছে যাওয়া, তারই ধারাবাহিকতায় আমি সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌছে যেতে চাই। এজন্য আমার অফিসে কারও বিশেষভাবে অনুমতি নেয়ার দরকার নেই এবং আমি সরাসরি তাদের সাথে কথা বলতে বেশি পছন্দ করি। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান রনি দত্ত(জয়)। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে মাদকমুক্ত নেছারাবাদ গড়ার ক্ষেত্রে সকলের সহযোগীতা কামনা করে মডেল উপজেলা হিসেবে গড়ার লক্ষেও কাজ করে যাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্প্রতি ভাইস-চেয়ারম্যানের অফিসকক্ষের বাইরে এমন একটি নোটিশও সাঁটানো হয়েছে। নেছারাবাদ উপজেলায় প্রথমবারের মত তার এমন কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন উপজেলার সাধারণ জনগণ। তার এমন কর্মকান্ড উপজেলার সকলের কাছে গ্রহনযোগ্য ও জনমুখী হবে বলেও মনে করছেন উপজেলার সচেতন সমাজ। উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রাম থেকে উপজেলায় সেবা নিতে আসা শাকিল আহমেদ জানান, ভাইস চেয়ারম্যানের এরূপ কর্মকান্ড এ উপজেলায় বিগত দিনে দেখিনি, তার সাথে সরাসরি যোগাযোগ করে যাবতীয় সমস্যার কথা জানাতে পেরে আমি আনন্দিত।নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, আমি মনে করি এটা তার(রনি দত্ত) ভাল মনের পরিচয়, এটা সৎ সাহসের ব্যাপার। উপজেলাকে জনমুখী করার ক্ষেত্রেও এটি ভূমিকা রাখবে। সে সাধারণ মানুষের জন্য কাজ করতে চায় এজন্য আমি তাকে সাধুবাদ জানাই।
Post a Comment