সংবাদ শিরোনাম

ববি’তে ইশা ছাত্র আন্দোলনের মাহে রমজানের স্বাগত র‍্যালি


ওবায়দুর রহমান, ববি প্রতিনিধি

ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন (ইশাবরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা আজ মাহে রমজানের স্বাগত র‍্যালি করেছে  বিশ্ববিদ্যালয়েরপ্রধান ফটক থেকে র‍্যালিটি শুরু করে তাঁরা। র‍্যালিটি ঢাকা-পটুয়াখালি মহাসড়ক হয়ে ভোলা রাস্তার মোড় ঘুরে আবার বিশ্ববিদ্যালয়েরপ্রধান ফটকে এসে শেষ হয়।
র‍্যালিটি শেষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন(ইশাবরিশাল বিশ্ববিদ্যালয় শাখা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় ইশার সাধারণসম্পাদক শাকিল আহমেদ বলেনপবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। রমজান মাস এমন একটি মাস যে মাসে ব্যক্তি জীবনথেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ধরনের দুর্নীতি  অন্যায় কাজ পরিহার করেসাথে তাকওয়া অর্জন করেএবং আত্নাকেপরিশুদ্ধ করার মাধ্যমে সমাজের প্রতিটি সেক্টরে শান্তি স্থাপন করার মাস।
এসময় তিনি দেশের সচেতন ছাত্র সমাজের প্রতি আহ্বান করেনমাহে  রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে  এবং অন্যকে উৎসাহিতকরতে।
তিনি বর্তমান দায়িত্বপ্রাপ্ত উপাচার্য স্যারকে দৃষ্টি আর্কষণ করে অনুরোধ করেন যেনক্যাম্পাসে এবং এর আশেপাশে সকল ধরনেরবেহায়াপনাদিনের বেলায় হোটেলরেস্তোরা বন্ধ করার জন্য ব্যবস্থা করবেন এবং হলগুলোর মধ্যে মানসম্মত স্বাস্থ্যকর খাবার নিশ্চিতকরার জন্য অনুরোধ করেন।

Post a Comment

Previous Post Next Post