সংবাদ শিরোনাম

বানারীপাড়ায় নেপাল চন্দ্র শীল পরলোকে


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলের মেজ ভাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ষ্টেশন অফিসার নেপাল চন্দ্র শীল (৬৭) শুক্রবার সকাল ৭টা ৪৫ মিনিটে পৌরসভার ১ নং ওয়ার্ডের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমণ করেছেন। প্রয়াণকালে  তিনি দুই ভাই,এক বোন,স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। ওই দিন দুপুর  ১ টায় সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গনে রাখা হয়। পরে পৌরসভার ১ নং ওয়ার্ডের পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। প্রসঙ্গত সর্বশেষ  মুক্তিযোদ্ধার যাচাই-বাছাইয়ের তালিকায় নেপাল চন্দ্র শীলের নাম রয়েছে। তার প্রয়াণে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিরি আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম এমপি,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সহ-সভাপতি একে এম ইউসুফ আলী,অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,যুগ্ম সম্পাদক এটি এম মোস্তফা সরদার ও  আক্তার হোসেন মোল্লা,আওয়ামী লীগ নেতা কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম,মুক্তিযুদ্ধকালীণ বেজ কমান্ডার বেণী লাল দাস গুপ্ত বেণু,উপজেলা ওয়াকার্সপার্টির সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার,নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা,ওসি খলিলুর রহমান,বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবুর রহমান,হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আ. হাই বখ্শ,নতুনমুখ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,প্রভাষক মামুন আহমেদ ও রেজাউল ইসলাম বেল্লাল,সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক ফায়েজ আহম্মেদ শাওন,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সম্পাদক প্রকৌশলী মাহবুব আলম,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস ও সুমম রায় সুমন,বর্তমান সম্পাদক ফোরকান আলী হাওলাদার,সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ,শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেন,পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ফয়সাল মাহমুদ প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।###

Post a Comment

Previous Post Next Post