ভোলা-২ আসনে নৌকার মনোনয়ন পেলেন আলী আজম মুকুল ॥ নেতাকর্মীদের আনন্দ উল্লাস

কুমকুম বেগম; বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি ঃ
নৌকার মাঝি ভোলার আলী আজম মুকুল

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনের নৌকার মাঝি হয়ে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সরকার দলীয় সংসদ সদস্য আলী আজম মুকুল।রোববার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত  মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।এসময় তিনি শেখ হাসিনা ও তার নির্বাচনী এলাকা ভোলা-২ আসন  (বোরহানউদ্দিন-দৌলতখান) উপজেলার সকল জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মহান আল্লাহ’র দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করেন।আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়েছে। দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ মনোনয়ন প্রাপ্তদের চিঠি দিচ্ছেন।
আলী আজম মুকুলের নৌকা মার্কা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার খবরে অভিনন্দন জানিয়েছেন বোরহানউদ্দিন- দৌলতখান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও সাধারণ মানুষ।

Post a Comment

Previous Post Next Post