মোঃ জহিরুল আলম রুমি, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ
![]() |
বরগুনায় সমবায় দিবস পালিত |
“সমবায় ভিত্তিক সমাজ গড়ি; টেকসই উন্নয়ন নিশ্চিত করি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দক্ষিণ জনপদের বরগুনা বামনা উপজেলায় ৪৭তম জাতীয় সমবায় দিবস, ২০১৮ উপলক্ষ্যে ২৫ নভেম্বর উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে নির্বাহী অফিসার শিউলী হরি এর সভাপতিত্বে এক বর্নাঢ্য রালী উপজেলা চত্ত্বর থেকে শুরু করে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুন্নাহার নাজু, উপজেলা সমবায় অফিসার মো: মনিরুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সালমা হক, উপজেলা কৃষি অফিসার সি.এম রেজাউল করিম, উপজেলা সামাজিক বনায়ন কর্মকর্তা মো: মানিক আকন্দ, উপজেলা প্রকৌশলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার, উপজেলা শিক্ষা অফিসার প্রমুখ। এছাড়াও বিভিন্ন বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠণের কর্মকর্তা ও কর্মচারীসহ এলাকার সমবায়ীদের সত:স্ফুর্ত অংশগ্রহণে র্যালী ও আলোচনা সভায় সরকারের সাফল্য উপজেলা সমবায় কর্মকর্তা তুলে ধরেন।
Post a Comment