আগৈলঝাড়া প্রতিনিধিঃ
![]() |
বরিশালে লাশ উদ্ধার |
বরিশালের আগৈলঝাড়ায় এক ইতালী প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে ইতালী প্রবাসী একরামুল হক নান্টু মিয়ার বাড়ির পাশের বাগানে গলায় রশি দিয়ে শনিবার রাতে আত্মহত্যা করেছে। স্থানীয়রা জানান, স্ত্রী ও ভাইদের সাথে তার মনোমালিন্যর কারনে অভিমান করে নান্টু আত্মহত্যা করে। পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গতকাল রোববার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ বিকেলে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
Post a Comment