আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস পালন


আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্তরে সমবায়ী নারী পুরুষের সমন্বয়ে র‌্যালী, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। র‌্যালী শেষে উপজেলা পষিষদ হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, বিভাগীয় বেবী হোমের উপ-তত্ববধায়ক আবুল কলাম আজাদ, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, উপজেলা পল্লী জীবিকায়ন সমবায় সমিতি লিঃ প্রকল্প কর্মকর্তা কাজী আব্দুস সোবহান, মিন্টু সেরনিয়াবাত, সমবায়ী ফয়েজ মিয়া। এসময় সমবায় সমিতিতে গুরুত্বপূর্ন অবদান রাখার জন্য মুক্তিযোদ্ধাদের দ্বারা পরিচালিত “রনাঙ্গনের সাথী” সমবায় সমিতি, সেরাল আশার আলো সমবায় সমিতি লিঃ ও বাকাল আদর্শ কৃষি পন্য সমবায় সমিতি লিঃ ও ৬জন সমবায়ী সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। 

Post a Comment

Previous Post Next Post