উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে সিনিয়র,জুনিয়র নিয়ে বখাটে সন্ত্রাসীরা দফায়,দফায় হামলা চালিয়ে এস.এস.সি পরিক্ষার্থীসহ ৬ শিক্ষার্থীকে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কে শিক্ষার্থীর পরিবার। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার বরাকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামের দিনমজুর গিয়াস উদ্দিন সরদারের ছেলে এস.এস.সি পরিক্ষার্থী রিয়াদ সরদার শনিবার বিকেল সাড়ে ৩ টায় হাজী বাড়ীর সংলঘœ একটি মুদি দোকানের সামনে একই এলাকার রত্তন বেপারীর ছেলে বায়েজিদ(২০ কে তুমি সম্বোন্ধন করায় ক্ষিপ্ত হয়ে বায়েজিদ ও তার ছোট ভাই বাপ্পি এবং মজিবর রহমানের ছেলে লিমন খাঁন মিলে রিয়াদকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত যখম করেছে। এসময় তার ডাক চিৎকার শুনে সহপাঠি মীম,তামান্না,ইভাও স্থানীয় হিমেল,লিমন বাঁধা দিলে তাদেরকেও পিটিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়। আহতরা উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় আহতর চাচা নাসির সরদার বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় ৩ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত সুত্রে আরো জানা যায়, কিছুদিন পূর্বে উল্লেখ্য বখাটেরা স্কুল চলাকালীন সময় রিয়াদকে ছরিকাঘাত করেছে। তারা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা এলাকার সাধারনরা। আহত রিয়াদ জনতার হাট মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী। মারধরের ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমান জানান, ইতিপূর্বেও মারধরের ঘটনা সংগঠিত হয়েছিল তা উভয় পক্ষের মধ্যে মিমাংশা হয়, কিন্তু এই মারধরের ঘটনা পরোক্ষ ভাবে শুনেছি। ব্যস্ততার কারণে ঘটনাস্থলে যাওয়া হয়নি। এ ঘটনায় উজিরপুর মডেল থানার এস,আই মুক্তার হোসেন রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। অফিসার ইনচার্জ শিশির কুমার পাল জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ঐ বখাটে ও সন্ত্রাসীদের বিচারের দাবী জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন আহত শিক্ষার্থীর পরিবার।
Post a Comment