বরিশালের উজিরপুরে বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ হাওলাদার এর দূর্নীতি, অনিয়ম ও দূর্ব্যাবহার বিরুদ্ধে অভিযোগে একহয়ে পরিষদের ৯ ইউপি সদস্য মিলে গন-অনাস্থা প্রদান করে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ দেয়া হয়। অভিযোগের অনুলিপি সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তার বরাবরে পাঠানো হয়েছে।উল্লেখ্য ২২ অক্টোবর ইউনিয়ন পরিষদের সভায় সদস্যরা আয়-ব্যয়ের হিসাব চান। এতে শিল্পি আক্তার সমর্থন করায় সকলে উপস্থিতে তাকে অশ্লীল ও অশালিন আচরণ করে সভা থেকে বের করে দিতে চাইলে ক্ষোভে ফেটে পরে সকল ইউপি সদস্যরা। অভিযোগকারী ১, ২, ৩নং সংরক্ষিত আসনের ইউপি সদস্যা শিল্পি আক্তার, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস ছালাম, ১নং ওয়ার্ড ইউপি সদস্য আরিফুর রহমান শরীফ, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য আতিকুর রহমান রাড়ী, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য শাজাহান হাওলাদার, ৭, ৮, ৯ নং ইউপি সদস্যা মাসুদা বেগম, ৪, ৫, ৬ নং ইউপি সদস্যা জাহানারা বেগম জানান ইউপি চেয়ারম্যান ইউসুফ হাওলাদার দায়িত্বভার গ্রহনের পর থেকেই একের পর এক দূর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা শুরু করেন। এমনকি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালিন ভাতা, ভিজিএফ, ভিজিডি, হতদরিদ্রদের মাঝে ৪০ দিনের কর্মসূচির কোন প্রকল্পই ইউপি সদস্যদের না জানিয়ে এককভাবে কার্যক্রম পরিচালনা করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার জানান অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ইউপি চেয়ারম্যান ইউসুফ হাওলাদারের মুঠো ফোনে বার বার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
Post a Comment