সংবাদ শিরোনাম

রাসুল (সা:) কে কটুক্তি ও অবমানোনা করায় নাস্তিক আসাদ নুরের ফাসির দাবি

মোঃ রাসেল হোসেন, ভোলা জেলা প্রতিনিধি:---

রাসুল (সা:) কে কটুক্তি ও অবমানোনা করায় নাস্তিক  আসাদ নুরের ফাসির দাবি


পবিত্র জুম্মার নামাজের পর নগরির মার্কাজ মসজিদরের প্রাঙ্গনে মানববন্ধন করা হয়, আজ ১১ আগস্ট শুক্রবার নগরির চৌমাথা মোর থেকে বটতলা পর্যন্ত কুলাংগার আসাদ নুরের সর্বচ্চো শাস্তি ও
ফাসির দাবি জানানো হয় প্রায় ২০০ শতাধিক লোকের উপস্থিতিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করা হয়।

মুসলিম জাতির কলিজা সমস্ত মানব মন্ডলির রহমত নবী কারীম (সা:)কে নিয়ে কটুক্তি করায় জ্বলে উঠেছে বরিশালের সকল সাধারন মানুষ। কটুক্তি কারীকে আইনের আওয়াতায় এনে শাস্তির দাবিতে মিছিল শেষে সমাবেশ করা হয়। সমাবেশে বিভিন্ন শ্রেনির ব্যাক্তিগন বক্তব্য রাখেন। বক্তারা নাস্তিক কুলাংগার আসাদ নুরের সর্বচ্চো শাস্তি ফাসির দাবি জানান।

জানা যায় গত ৪ আগস্ট আসাদ নুর তার ব্লগ থেকে ধর্মীয় ও স্পর্শকাতর কটূক্তি করে ভিডিও ছাড়া হয়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ব্লগটির ভিডিওর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। এরই প্রেক্ষিতে আসাদ নুরকে গ্রেপ্তার করতে গত সোমবার সন্ধ্যায় তার গ্রামের বাড়িতে পুলিশ অভিযান পরিচালনা করে। কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি।

আসাদ নুরের পরিবারের দাবি, ২০১৭ সালে তিনি বাড়ী থেকে বের হয়ে যান। এরপর থেকে তার সাথে কোনো যোগাযোগ নেই তবে স্থানীয়রা দাবি করছেন, আসাদ নুরের সাথে তার পরিবারের যোগাযোগ রয়েছে। তার দেওয়া অর্থ দিয়েই তারা জীবনযাপন করছে। আসাদ নুর কোথায় আছে বা তার অবস্থান তারা জানেন।

কিন্তু পুলিশি হয়রানির ভয়ে তারা সব লুকিয়ে যাচ্ছেন। স্থানীয়রা আরো বলেন, ২০২১ সালে আসাদ এলাকায় ফিরে এসে নিজেকে শুধরে নিয়েছেন বলে দাবি করে বাড়িতে অবস্থান নেন। কিছু দিন পরে তিনি আবার বাড়ি থেকে চলে যান।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আসাদ নুরের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া ও ঢাকায় সাইবার ট্রাইবুনালে দুটি মামলা আছে। দুটি মামলাতেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এই দিকে আসাদ নুরকে যতদিন পর্যন্ত না দরা হয় ততদিন মানববন্ধন কর্মসূচি বাস্তবায়ন থাকবে বলে জানিয়েছেন মানববন্ধনে উপস্থিত সাধারণ মানুষ এবং মানববন্ধন চলতে থাকবে, তাই তারা আইনের দৃষ্টি আকর্ষণ করছে নগরের শত শত মানুষ ও সারা দেশের মানুষ এবং সকল মুসলিম উম্মাহ প্রানের দাবি আসাদ নুরের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক

Post a Comment

Previous Post Next Post