সংবাদ শিরোনাম

সুগন্ধা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আজকাল বার্তা ডেক্স --- 

সুগন্ধা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সুগন্ধা নদী থেকে মধ্য বয়সী অজ্ঞাত এক নারীর র্অধগলতি লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার ১৪ আগষ্ট দুপুর ১টার দিকে বাবুগঞ্জ থানা পুলিশ বাবুগঞ্জ খেয়াঘাট সংলগ্ন নতুনচর এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২ দিকে এলাকাবাসী উপজেলার রাজগুর নতুন চর সুগন্ধা নদী এলাকায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশের একটি দল অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে। এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) তুষার কুমার মন্ডল বলেন, ওই নারীর বয়স আনুমানিক ৪৫-৫০ বছরের মধ্যে হবে। 

ধারণা করা হচ্ছে বেশ কিছুদিন আগের মৃতদেহ। মৃতদেহ কোনো ক্ষত চহ্নি রয়েছে কি না তা এখনও বোঝা যাচ্ছে না। লাশটি উদ্ধার করে বরিশাল শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ময়নাতদন্ত শেষ পরর্বতী ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধারে ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

Post a Comment

Previous Post Next Post