বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের উত্তর রহমতপুর গ্রামের মরহুম জাহাঙ্গীর কবিরের ঘরে গ্রীল কেটে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত-রাত ২ টায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে এয়ারপোর্ট থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘরে থাকা মরহুম জাহাঙ্গীর কবিরের স্ত্রী ফিরোজা বেগম বলেন, রাত ২ টার দিকে ৮-১০ জনের মুখোশধারী একটি ডাকাত দল গ্রীল কেটে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে হাত-পা ও মুখ বেঁধে লুটপাট করে চলে যায়।
আমার দুই ছেলে মনির ও পলাশ অষ্ট্রেলিয়া প্রবাসী। তাদের পাঠানো ১৬ ভরি স্বর্নের গয়না ও নগদ ৮০ হাজার টাকাসহ প্রয়োজনীয় মালামাল নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, ফিরোজা বেগমের প্রবাসী ছেলের বিয়ের জন্য ক্রয় করা স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকাবাসী এখন আতংকিত।
এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন বলেন,
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয় নায়।
#
Post a Comment