সংবাদ শিরোনাম

ফেল করানোর ভয় দেখিয়ে ছাত্রী ধর্ষণ

আজকাল বার্তা ডেক্স---- 

ফেল করানোর ভয় দেখিয়ে ছাত্রী ধর্ষণ

পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করেছে। 

সোমবার দুপুরে উপজেলার বেলপুকুর ইউনিয়নের ধাদাস উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। গ্রেফতারকৃত শিক্ষকের নাম সানোয়ার হোসেন মানিক (৪২)। 

তিনি উপজেলার ধাদাস উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। 

ধর্ষিতার ভাই মামলার বাদী বলেন, দীর্ঘদিন ধরে বোনকে ওই শিক্ষক উত্ত্যক্ত করতেন। শিক্ষকের অনৈতিক কাজে রাজি না হওয়ায় তাকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেন। 

সোমবার দুপুরের পর ইংরেজি বিষয়ে পড়ানোর কথা বলে বিদ্যালয়ের ফাঁকা একটি শ্রেণি কক্ষে তাকে নির্যাতন করা হয়। পরে তার বোন বিষয়টি বাড়িতে এসে জানায়। এর পর শিক্ষকের নামে থানায় মামলা দায়ের করেছি।

ধাদাস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান বলেন, ওই শিক্ষক বিদ্যালয়ের একজন দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে অনৈতিক কাজ করেছে বলে শুনেছি। তবে তা বিদ্যালয়ে নাকি বাইরে ঘটেছে, তা এখনো জানতে পারিনি। 

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর ভাই সোমবার রাতে থানায় অভিযোগ দিয়েছেন। আমরা তাৎক্ষণিক অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করি। এর পর অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

আটককৃত শিক্ষকের বাড়ি দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নে। তার বাবার নাম নওসের আলী।

Post a Comment

Previous Post Next Post