আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের নৌকা মার্কার সমর্থন ও বিজয়ের লক্ষে ১৪ দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয় ।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় বরিশাল ক্লাবের ক্যাফেটিরিয়ায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
বরিশাল জেলা ১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সুজিত রায় নন্দি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মি আহমেদ,
কার্যনিবার্হী সদস্য মো: আনিসুর রহমান, মো: গোলাম কবির রাব্বানী চিনু, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর সহ ১৪ দলীয় জোটের বিভিন্ন দলের বরিশাল জেলার নেতৃবৃন্দ।
Post a Comment