সংবাদ শিরোনাম

১০ নং ওয়ার্ডবাসীর সেবক হয়ে বাঁচতে চাই- কাউন্সিলর প্রার্থী জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিবেদক---
১০ নং ওয়ার্ডবাসীর সেবক হয়ে বাঁচতে চাই-  কাউন্সিলর প্রার্থী জয়নাল আবেদীন

আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সকলের ভালবাসায় বিজয়ী হয়ে ১০ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চাই। বিগত দিনে যেভাবে ওয়ার্ডবাসীর পাশে থেকে তাদের সুখে দুঃখে নিজেকে বিলিয়ে দিয়েছি তেমনি আগামী দিনেও তাদের সঙ্গের সাথী হয়ে বাঁচতে চাই। 

জনগনের উদ্দেশ্যে এমনই অঙ্গীকার দিলেন বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদিন। তিনি বলেন, আমি যখন এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম তখন আমার কাছ থেকে কোন মানুষ হয়রানি হয়নি। 

বরং দিন রাত তাদের পাশে থেকে সেবা করেছি। গত নির্বাচনে সামন্য কিছু ভোটের ব্যবধানে আমি পরাজিত হয়েছি। কিন্তু বিগত ৫ বছর পরাজিত হয়েও জনগনের পাশে ছিলাম নিরলস ভাবে। জনগনের ভালবাসায়  আবারও আমি নির্বাচনে অংশ নিয়েছি। আগামী ১২ই জুন ভোটাররা আমাকে ভোট দিবে তারই আশায় ঠেলাগাড়ি প্রতীক নিয়ে তাদের দ্বারে দ্বারে ছুটে বেরাচ্ছি। 

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদিন।  সুখে দুঃখে ওয়ার্ডবাসীর পাশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। যার এলাকায় রয়েছে নানা সুখ্যাতি। সুখে দুঃখে মানুষের পাশে দাড়িয়েছে নিঃস্বার্সভাবে। বিভিন্ন বিপদ আপদ শোনা মাত্রই ছুটে গেছে তার এলাকার মানুষের পাশে।

এদিকে ১০ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদিন এর কাছে নির্বাচনী প্রচারপ্রচারনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এই ওয়ার্ডে জনপ্রতিনিধি হিসেবে দির্ঘদিন দায়িত্ব পালন করেছি।  ১০ নং ওয়ার্ডবাসী আমাকে সর্বদা কাছে পায় বলেই নির্বাচিত করেছিল। গতবার আমি ষড়যন্ত্রের শিকার হয়ে পরাজিত হই। কিন্তু ওয়ার্ডবাসী ভালবাসায় আমি আবারও নির্বাচনে অংশ নিয়েছি। আমি নির্বাচিত হতে পারলে আমার এলাকায় এলাকায় রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ নানা সমস্যা সমাধানের চেষ্টা করবো।  


Post a Comment

Previous Post Next Post