সংবাদ শিরোনাম

বিজয়ী হলে গুচ্ছগ্রামবাসীর জীবনমানের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ - শায়খে চরমোনাই



ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের বিসিসি মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন- বরিশাল সিটিতে গুচ্ছগ্রামগুলোয় হাজার হাজার নাগরিক অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন করছেন। আমি নির্বাচিত হলে এসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাসস্থানসহ জীবন মানের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।


আজ (০৪ জুন ২০২৩ইং) রবিবার বরিশাল নগরীর সাগরদী বাজার ও আমতলা মোড় এলাকায় গণসংযোগ কালে উপরোক্ত কথা বলেন হাতপাখার মেয়র পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

তিনি বলেন, নগরীতে বসবাসকারী প্রত্যেকজন নাগরিকই কর্পোরেশনের সকল সুবিধাদি পাওয়ার অধিকার রাখে। সে হিসেবে আমরা সবগুলো গুচ্ছগ্রাম জড়িপ চালিয়ে প্রয়োজন অনুযায়ী তাদের নাগরিক সুবিধাসমূহ নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা চালাবে।

শায়খে চরমোনাই আজ বরিশাল বার কাউন্সিলে সম্মানিত আইনজীবিদের সাথে সৌজন্য সাড়্গাৎ ও নির্বাচনি গণসংযোগ করেন। এসময় আইনজীবিগণ একজন সৎ, যোগ্য ও আলেম প্রার্থী হিসেবে শায়খে চরমোনাইর পড়্গে কাজ করার আশ্বাস দেন। একই সময়ে আইনজীবিদের অনেকেই শায়খে চরমোনাইর সাথে গণসংযোগে অংশ নেন।

আজ বিকেলে শায়খে চরমোনাই বরিশাল নগরীর ৭নং ওয়ার্ড ভাটিখানা, ০৩ নং ওয়ার্ড কাউনিয়া এবং ৩০নং ওয়ার্ড রেইনট্রিতলা এলাকায় গণসংযোগ করেন।

Post a Comment

Previous Post Next Post