সংবাদ শিরোনাম

বরিশালে অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার--- 

বরিশালে অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

বরিশাল-ভোলা সড়কে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার দুই দিন পর শনিবার দুপুরে স্থানীয় বন্দর থানা পুলিশ সড়ক সংলগ্ন একটি ডোবা থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। 

নিহত ব্যক্তির নাম মো. হাসান (২২)। তিনি ভোলার মজুমুদ্দিন উপজেলার মৃত মো. হাদীর ছেলে। নগরীর কাউনিয়া কালাখাঁর বাড়িতে দীর্ঘ ৭ বছর ধরে ভাড়ায় বসবাস করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, গত বৃস্পতিবার রাতে হাসান ফোনে সবশেষ কথা বলেছিলো তার বোনের সাথে। যাত্রী নিয়ে বরিশাল থেকে ভোলা রাস্তার দিকে যাচ্ছিলেন বলে বোনকে জানিয়েছিলেন তিনি।

 এরপর থেকে তার সাথে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো। এমনকি মুঠোফোনটিও ছিলো বন্ধ। দুপুরে বরিশাল-ভোলা সড়কের এআর খান স্টেশন সংলগ্ন একটি ডোবায় এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয় এক মেম্বর পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরে হাসানের স্বজনরা থানায় গিয়ে তার লাশ শনাক্ত করে। 

তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হাসানকে  শ্বাসরোধ করে হত্যার পর লাশটি ডোবায় ফেলে তার অটোরিক্সা ছিনতাই করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার এবং হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেস্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা রুজু করার কথা বলেন ওসি। 

Post a Comment

Previous Post Next Post