সংবাদ শিরোনাম

দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযান

সিরাজগঞ্জে মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ অভিযান শুরু হয়েছে। 



বৈদেশিক পরিস্থিতি অস্থিতিশীলতার কারনে দেশের সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ধারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আজ আকাশ চুম্মি।
এতেকরে সাধারণ মানুষের জীবন ধারনে হিমশিম খাচ্ছে। 

এছাড়াও মুসলমানদের প্রধান ধর্মীয় উপাসনা সিয়াম সাধনার মাস মাহে রমজানকে উপলক্ষ করে কোন অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধি ও অস্থিতিশীল  করতে না পারে সে লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের বাজার গুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে লক্ষ্যে বড় বাজারে মাছ,মাংস,মুরগী দোকান,সবজিসহ কাঁচা বাজারে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক 
ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে।
এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা সময়ে বাজারের বিক্রেতাদের দ্রব্যের মুল্য তালিকা
জনসম্মুখে রাখার নির্দেশ প্রদান করেন এবং 
ক্রেতা সাধারণের সাথেও দ্রব্যের মুল্য নিয়ে কথা বলেন। এতে ক্রেতা সাধারণগন এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করায় জেলা প্রশাসনকে
ধন্যবাদ জানিয়েছেন।
এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা কালে
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস,এম, রবিন শীর্ষ, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জে,এম সুইচিং ম্রং মারমা, মার্কেটিং অফিসার আইয়ুব আলী সহ অন্যান্য কর্মকর্তা 
এবং পুলিশ ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ অভিযান পরিচালনায় সহায়তা করেন।

Post a Comment

Previous Post Next Post