বরিশাল জেলার সিভিল সার্জনের পোষা দুইমাস বয়সী চারটি বিড়াল ছানার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে।
এ নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির তৈরি হয়েছে। কিভাবে মাত্র দেড় ঘন্টার ব্যবধানে বিড়ালটি মারা গেলে তার জন্য প্রানি সম্পদ বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে।
বরিশাল প্রাণীসম্পদ বিভাগ বিড়ালগুলোর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করেছে। বুধবার সকালে বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মারিয়া হাসানের সরকারি বাংলোতে এ ঘটনা ঘটে।
রাতে বিষয়টি নিশ্চিত করে ডা. মারিয়া হাসান বলেন, জন্মের পর থেকে গত দুই মাস বাচ্চাগুলো ভালোই ছিল। বুধবার সকালে হঠাৎ করেই প্রথমে একটি বাচ্চা মারা যায়। এর দেড়ঘণ্টার ব্যবধানে আরও তিনটি বাচ্চা এক সঙ্গে মারা গেছে। বিষয়টি আমার কাছে উদ্বেগজনক মনে হওয়ায় প্রাণীসম্পদক বিভাগকে জানিয়েছি। তারা বিড়ালের দেহে নতুন একটি ভাইরাস পেয়েছে বলে জানিয়েছে।
বরিশাল জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম বলেন, বিড়ালগুলো হঠাৎ কেন মারা গেলো নিশ্চিত হওয়ার জন্য প্রাণী রোগ নির্ণয় কেন্দ্রে ময়নাতদন্ত করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
Post a Comment