আজকাল বার্তা ডেক্স---
দিন দিন বেপরোয়া হচ্ছে অটো রিক্সা চালকরা। পাশাপাশি বিভিন্ন বয়সের ছেলেরা। তারা বাইক নিয়ে রাস্তায় চলাচল কালে পুলিশের সাথে অনেক সময় ঝগড়ার সৃষ্টি হয়।
এদিকে অনুমোদনহীন অটোরিক্সার চালকদের আইনি ব্যবস্থা নিলে পড়তে হয় রোষানলে।
তেমন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে গিয়ে সম্প্রতি মারধরের শিকার হয়েছেন ট্রাফিক পুলিশ। রাজধানী ঢাকার মিরপুর ও পল্লবীতে ৭টি ট্রাফিক পুলিশ বক্সে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ও আজ শনিবার সকালে অভিযান চালিয়ে থানা-পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে।
তাদের মধ্যে মিরপুর থানার পুলিশ ১৩ জনকে, পল্লবী থানার পুলিশ ৮ ও ডিবি ৯ জনকে গ্রেফতার করেছে। মিরপুরের ১৩ জনের মধ্যে ১১ জনকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য ও বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মিরপুর ও পল্লবী থানা এলাকার সাতটি ট্রাফিক পুলিশ বক্সে শুক্রবার ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশার চালকারা হামলা চালান। এতে এক কনস্টেবল আহত হন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ জানান, গ্রেফতার আটজনকে এরই মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মিরপুর থানার ওসি মোস্তাজিরুর রহমান জানান, গ্রেফতার ১৩ জনের মধ্যে কেউ ব্যাটারিচালিত অটোরিকশার চালক, আবার কেউ রিকশার মালিক।
আর ৯জনকে গ্রেফতারের বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আজ বিকালে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়।
Post a Comment