বরিশালসহ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। বিভিন্ন ক্যাটাগরিতে বেশকিছু সংখ্যাক লোক নিয়োগ করা হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
পদের নাম--
১. সহকারী অফিসার গ্রেড-৩ ( রিসিপশনিষ্ট)
২. কম্পিউটার অপারেটর ( মহিলা)
৩. ড্রাইভার ( পুরুষ)
৪. ইসিজি অপারেটর ( মহিলা)
৫. এসি টেকনিশিয়ান ( পুরুষ)
৬. এ্যাটেনডেন্ট ( মহিলা ও পুরুষ উভয়ই)
৭. ওয়ার্ড বয়
৮. ওটি বয়
৯.সিকিউরিটি গার্ড ( পুরুষ)
১০. ক্লিনার
আবেদন শেষ হওয়ার তারিখ-- ২৫/১০/২০২২ইং
আবদেন করবেন--- www.ibfbd.org/career
Post a Comment