সংবাদ শিরোনাম

বাবুগঞ্জে শিশুদের করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন

বাবুগঞ্জ  প্রতিনিধিঃ 

বাবুগঞ্জে শিশুদের করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন

বরিশালের বাবুগঞ্জে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

রোববার সকাল ১০ টায়  ক্ষুদ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরসাত ফাতিমার সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুবাস সরকার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ আক্তার উজ্জামান মিলন, উপজেলা ওয়ার্কার্স পার্টি সাধারন সম্পাদক মোঃ শাহিন হোসেন, বীর প্রতীক রত্তন আলী শরীফ,  বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সিকদার, ক্ষুদ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি এনায়াত করিম ফারুক, মফিজুর রহমান পিন্টু, ক্ষুদ্রকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষাক মাসুদ আহম্মেদ প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুবাস সরকার জানান,বাবুগঞ্জ উপজেলায় ২২৩টি প্রতিষ্ঠানে মাসব্যাপী ১৮২৫২ জন শিশুকে টিকা প্রদান কর্যক্রম চলবে। ৫৬ দিন পর থেকে ২য় ডোজ দেওয়া হবে। এরপর টিকা শেষ হয়ে  গেলেও আবারও টিকা সংগ্রহ করা হয়। প্রতিটি ঘরে ঘরে শিশুদের টিকা পৌছে দিতে হবে। 

Post a Comment

Previous Post Next Post