মাদারীপুরের কালকিনিতে নদী পারাপারের সময় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মো. দুলাল ভূঁইয়া (৬০) নামে এক নৌকার মাঝি নিখোঁজ রয়েছে। এসময় আহত হয়েছে কমপক্ষে চারজন।
রবিবার রাতে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের চর আলীমাবাদ গ্রামের ফকির বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের চর আলীমাবাদ গ্রামের এচাহাক ভূইয়ার ছেলে দুলাল ভূঁইয়া রাতে একই গ্রামের আড়িয়াল খাঁ নদের ফকির বাড়ির সামনের খেয়াঘাট থেকে তিনজন যাত্রী নিয়ে নদী পারাপারের উদ্দেশ্যে নৌকা ছেড়ে যায়। নৌকাটি নদের মাঝখানে পৌঁছালে এমবি আকলিমা -৭ নামের বালুবাহী বাল্কহেড ধাক্কা দেয়।
এতে করে নৌকাটি ডুবে যায়। নিখোঁজ হয় মাঝি দুলাল ভূঁইয়া। আহত আসলাম মির্জার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সৈয়দ ইমদাদুল হক বলেন, বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। আহত চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Post a Comment