বরিশাল জেলা পরিষদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের আসন ও নাম দেয়া হয়েছে। এতে ৭ জন সাধারণ ও ২ জন সংরক্ষিত সদস্যের নাম ঘোষণা করা হয়।
সোমবার দুপুর ২টা পর্যন্ত জেলার ৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে বিকেলে সার্কিট হাউজে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
এতে ১ নম্বর সাধারণ ওয়ার্ডে (বাকেরগঞ্জ) সদস্য নির্বাচিত হয়েছেন ইমাম হোসেন মোল্লা, ২ নম্বর ওয়ার্ডে (বরিশাল সদর) শহিদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে (বাবুগঞ্জ) মাইনুল হোসেন পারভেজ, ৪ নম্বর ওয়ার্ডে (মুলাদী) মোহাম্মদ আবদুল বারী, ৫ নম্বর ওয়ার্ডে (বানারীপাড়া) মামুন উর রশিদ, ৬ নম্বর ওয়ার্ডে (হিজলা) পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ এবং ৭ নম্বর ওয়ার্ডে (মেহেন্দিগঞ্জ) নির্বাচিত হয়েছেন জিল্লুর রহমান মিয়া।
https://www.youtube.com/channel/UCtl1APBP8JVSDkboLAV3jfA
২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শিউলী রহমান এবং ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে ডালিয়া মুনমুন নির্বাচিত হয়েছেন।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দের দিন জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একেএম জাহাঙ্গীর এবং সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে আইরিন রেজা ও ৪ নম্বর ওয়ার্ডে মুক্তি রানী দাস, ৮ নম্বর সাধারণ ওয়ার্ডে পিয়ারা বেগম (আগৈলঝাড়া), ৯ নম্বর ওয়ার্ডে (গৌরনদী) এইচএম হারুন অর রশীদ এবং ১০ নম্বর ওয়ার্ডে (উজিরপুর) অশোক কুমার হাওলাদারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলার ৭ উপজেলার ৭টি কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার ছিল ১ হাজার ২৮৭ জন।
অনুষ্ঠিত নির্বাচনে ৭টি সাধারণ সদস্য পদে ২৪ জন এবং ২টি সংরক্ষিত সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
Post a Comment