সংবাদ শিরোনাম

বাবুগঞ্জে পিআইও অফিসে কর্মবিরতি

বাবুগঞ্জ  প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারিরা সকাল ৮ থেকে বেলা ১২ টা পর্যন্ত কর্মবিরতী পালন করেছেন।

মঙ্গলবার(১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি হিসেবে বাবুগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন ( পিআইও) অফিসের কর্মকর্তা-কর্মচারিরা তাদের কার্যালয়ের সামনে এ কর্মবিরতি পালন করেছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচরারী কল্যাণ পরিষদের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়েছে।

এর আগে সোমবার প্রথম দিন হিসেবে সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন পিআইও অফিসের কর্মকর্তা কর্মচারিরা।

পিআইও অফিস সূত্রে জানা গেছে, ৫ দফা দাবির মধ্যে রয়েছে-দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও আপগ্রেডেশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালানোর কথাও বলেন তারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ আমাদের অন্যান্য ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।’

Post a Comment

Previous Post Next Post