সংবাদ শিরোনাম

ফরিদপুরে ভুয়া সিআইডি পুলিশ আটক

আজকাল বার্তা ডেক্স--- 


চাঁদা চাওয়ার পর সন্দেহ হলে পুলিশ পরিচয় দেয় যুবক আহসান। নিজেকে তখন সিআইডি পুলিশের এসআই বলে দাবী করেন। পরে স্থানীয়দের সন্দেহ হলে গনধোলাই দেয়া হয়। ঘটনাটি ঘটেছে ফরিদপুরে।  আহসান বিশ্বাস (৩২) নামে এই ভুয়া সিআইডি পুলিশকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার দুপুরে জেলা সদরের কানাইপুর বাজার এলাকা থেকে ওই ভুয়া সিআইডি পুলিশকে আটক করা হয়। আটক আহসান বিশ্বাস যশোরের শার্শা উপজেলার বাঘাছাড়া গ্রামের রবিউল বিশ্বাসের ছেলে। 

স্থানীয়রা জানান, কানাইপুর এলাকায় পাপ্পু জমাদ্দার নামের এক ব্যক্তির একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র দেখার কথা বলে টাকা দাবী করে। নিজেকে তখন সে সিআইডি পুলিশ দাবি করেন। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে গণধোলাই দিয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) অরুপ কুমার বিশ্বাস বলেন, ভুয়া পুলিশ পরিচয়দানকারী আহসান বিশ্বাস নামের এক যুবককে আটক করা হয়েছে। এব্যাপারে যাঁচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। 

Post a Comment

Previous Post Next Post