সংবাদ শিরোনাম

উজিরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধা

উজিরপুর প্রতিনিধি ঃ


 উজিরপুরে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গুম-খুন, দূর্নীতি এবং ভোলায় নিহত জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম বাবু, স্বেচ্ছাসেবক দলের নেতা আঃ রহিম হত্যার প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

২৩ আগষ্ট মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু।

 উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক এ্যাডঃ মুজিবুর রহমান নাটু, সদস্য সচিব এ্যাডঃ আক্তার হোসেন মেবুল, জেলা বিএনপির সদস্য এ্যাডঃ নাজিম উদ্দিন পান্না। 

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ সাত্তার মল্লিক, পৌর যুবদলের আহবায়ক সাহাবুদ্দিন আকন সাবু, জেলা জাসাস সাধারণ সম্পাদক বিপ্লব মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুরাদ রনি, শিকারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহিদুল ইসলাম, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য কাজী এমদাদুল হক মিলন, কাওছার মজুমদার, জেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান গোলাপ, উজিরপুর টিমলিডার এ্যাডঃ সাদেকুর রহমান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, কৃষকদলের আহবায়ক এইচ.এম মহসিনুল আলম, শ্রমিক দলের সভাপতি আঃ হক বালী প্রমূখ। 

আলোচনা সভাশেষে কাজী রওনোকুল ইসলাম টিপুর নেতৃত্বে উজিরপুর মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশের বাধার মুখে পন্ড হয়ে যায়। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 


Post a Comment

Previous Post Next Post