সংবাদ শিরোনাম

শঙ্কট মোকাবেলায় শেখ হাসিনার বিকল্প নাই-- এস এম কামাল হোসেন

আজকাল বার্তা ডেক্স--


আওয়ামীলীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, যে কোন শঙ্কট মোকাবেলায় শেখ হাসিনার বিকল্প নেই। এটা আমার কথা নয়, বিশ্ব নেতৃবৃন্দের কথা।

মঙ্গলবার (২৩ আগষ্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে দেশকে জঙ্গীবাদ আর সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করেছিল। দুর্নীতিতে টানা ৫ বার চ্যাম্পিয়ন বানিয়ে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। শেখ হাসিনা ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন। 

সকল শঙ্কট মোকাবেলা করে  শেখ হাসিনা ব্যর্থ দেশকে উন্নয়শীল রাষ্ট্রে পরিণত করেছেন। আর এখানে বিএনপির ভয়। ওরা বলেছিল করোনায় ২০ লাখ মানুষ মারা যাবে, কিন্তু সেটা হয়নি। বলেছিল পদ্মাসেতু করা সম্ভব না, শেখ হাসিনা সেটাও করিয়ে দেখিয়েছেন। 


সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা এমপি, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, তানভীর শাকিল জয় এমপি, অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপি, তানভীর ইমামি এমপি, আব্দুল মমিন মন্ডল এমপি, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর থানা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হাকিম প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post