সংবাদ শিরোনাম

পাঁচ দিনেও সন্ধান মিলে নাই নিখোজ মমিনের

গলাচিপা প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় পাঁচ দিনেও সন্ধান মিলে নাই নিখোজ মমিনের। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার সাগরদী রোডের ৫ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর হাওলাদারের ছেলে মো. মমিন হাওলাদার। 

এ বিষয়ে মো. মমিন হাওলাদারের বোন মোসা. সাথি আক্তার গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার ডায়েরী নম্বর ১১৩০, তারিখ- ২৭/০৬/২০২২ ইং। মো. মমিন হাওলাদারের বোন মোসা. সাথি আক্তার জানান, আমার ভাই মো. মমিন হাওলাদার গত ২৪ জুন রাত অনুমান ১০টার দিকে বোয়ালিয়া খেয়া ঘাট যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। তার পরে আমার ভাই আর বাসায় ফিরে আসে নি।

  উল্লেখ্য তার বয়স ১৮ বছর। তার গায়ের রং শ্যামবর্ণ, উচ্চতা অনুমান ৫ ফুট ৫ ইঞ্চি মুখমন্ডল গোলাকার, স্বাস্থ্য মিডিয়াম, পরণে ছিল গোলাপী রঙের ফুল হাতা জামা ও জিন্স প্যান্ট। 

কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান জেনে থাকলে আমাদের সাথে (০১৭৫৯-৯০৫০৭৫) যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

Post a Comment

Previous Post Next Post