বরিশালে ব্রিজের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

বরিশালের বানারীপাড়ায় ব্রিজের রেলিং ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু ঘটনা ঘটেছে।বরিশালের বানারীপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রায়েরহাট ব্রিজের রেলিংয়ে ধাক্কায় মো. সাগর (৩০) নামের মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়। এ সময় নিহতের চাচি ঝিলিক বেগম গুরুতর আহত হন। তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাগর বেসরকারি একটি মোবাইলফোন কোম্পানির কর্মী বলে জানা গেছে। তার বাড়ি ঝালককাঠির গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচাবালিয়া গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে মোটরসাইকেলটি ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা সাগর ও তার চাচি গুরুতর আহত হন। তারা ওই সময় বানারীপাড়ায় আসছিলেন। গুরুতর আহত অবস্থায়তাদের উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে পরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাদের। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

Post a Comment

Previous Post Next Post