দৌলতখানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সিরাজ বাহিনীর ৩ জন দুর্ধর্ষ ডাকাত আটক করেছে বাঙ্গলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন- মো. আনোয়ার হোসেন (৩৮), মো. সোহেল (২৮) এবং মো. হাসান (২০)।মো. সিয়াম-উল-হক বলেন, বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং সংলগ্ন চরে মো. আনোয়ারের নেতৃত্বে তার দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম করে আসছিলো। পরে ভুক্তভোগীরা কোস্ট গার্ডের সাহায্য চাইলে ওই এলাকাসসহ তৎপরতা বৃদ্ধি করে।
মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ জোন নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে দৌলতখান ৫ নম্বর দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট বাজার সংলগ্ন এলকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ব্যাপারী বাড়িতে তল্লাশী চালিয়ে ডাকাত সরদার মো. আনোয়ার হোসেনসহ তিনজনকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ১৫টি দেশীয় অস্ত্র এবং ১টি অবৈধ মোটরসাইকেলসহ আটক করা হয়।
Post a Comment