‘নানার’ ধর্ষণের শিকার ১০ বছরের নাতনি!

‘নানার’ ধর্ষণের শিকার ১০ বছরের নাতনি!

নিজস্ব প্রতিবেদক--

দেশে দিন দিন বেড়ে গেছে নারী নির্যাতন ও  ধর্ষনের প্রবনতা। প্রতিনিয়ত ধর্ষনের শিকার হচ্ছে ছোট শিশু থেকে শুরু করে গৃহবধুররা।

সম্প্রতি কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস দক্ষিণ ইউনিয়নের মুগুজি এলাকায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার দূরসম্পর্কের নানার বিরুদ্ধে। ইউনিয়নের মুগুজি অলহরপাড় নোয়াবাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ।

শিশুটির নানি জানান, তিনি বাড়ির পাশের একটি দোকানে পিঠা বিক্রি করেন। শুক্রবার সন্ধ্যায় তিনি পিঠার দোকানে ছিলেন। খালি বাড়ি পেয়ে বাড়ির মৃত চারু মিয়ার ছেলে আ. রহিম (৪৫) তার দূরসম্পর্কের নাতনিকে ধর্ষণ করেন। এরপর রক্তাক্ত অবস্থায় শিশুটিকে রেখে এলাকা থেকে পালিয়ে যান তিনি। 

পরে শিশুর মামী বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এখন মামলার প্রস্তুতি নিচ্ছেন শিশুটির মামী।

খোশবাস দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রব বলেন, ‘ধর্ষণের ঘটনাটি সঠিক। আমার কাছে রহিমের স্ত্রী-সন্তানরা এসেছে মীমাংসা করে দেওয়ার জন্য। তারা বলেছে, প্রয়োজনে মেয়ের পরিবারকে দুই শতক জায়গার ব্যবস্থা করে দেব। তারপরেও যেন ঘটনাটা আর না গড়ায়। ঘটনার পর থেকে রহিম পালিয়ে আছেন।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘আমি ধর্ষণের ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। 

Post a Comment

Previous Post Next Post