পিরোজপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের লোহার মালামাল বিক্রি করে দিলেন স্বাস্থ্য কর্মকর্তা

পিরোজপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের লোহার মালামাল বিক্রি করে দিলেন স্বাস্থ্য কর্মকর্তা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদ সংলগ্ন পশ্চিমপার্শ্বের লোহার গেইট বিক্রি করে দিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। কোন ধরনের টেন্ডার ছাড়া । এমনকি বিক্রির টাকা হাসপাতাল কোষাগারে জমা না দিয়ে তা নিজেই আত্মসৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।

হাসপাতাল সূত্র জানান, হাসপাতালের সামনের প্রধান সড়ক সংস্কার ও উচু করনের কাজ চলছে। এ জন্য গত সোমবার ওই গেইট খোলা হয়। পরে তা হাসপাতালের নৈশ প্রহরী মো. কামরুজ্জামান নিয়ে হাসপাতালের একটি কক্ষে ওই হাসপাতালের জুনিয়র মেকানিক মো. মান্নান গাজীর হেফাজতে রাখেন। পরে সেখান থেকে বিক্রি করে দেয়া হয়। ওই লোহার গেইটটির ওজন ছিলো প্রায় ৩শত কেজি।
ওই হাসপাতালের জুনিয়র মেকানিক মান্নান গাজী জানান,‘গেইটটি রুমে রাখা ছিলো আর রুমটি তালা মারা ছিলো। কিন্তুু গত মঙ্গলবার বড় স্যার (ইউএইচএন্ডএফপিও) ডাক্তার ফজলে বারী আমাকে রুম খুলে দিতে বলেন। আমি রুম খুলে দিলে তিনি তা লোক দিয়ে নিয়ে গেছেন। পরে শুনেছি তা বিক্রি করে দিয়েছেন। এ ব্যাপারে জানতে ওই কর্মকর্তাকে ফোন দিলে তিনি জানান, আমার বদলির আদেশ হয়েছে। এখন কথা বলবো না বলে ফোন কেটে দেন’। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার এএইচএম মোস্তফা কায়সার জানান, ‘বিষয়টি নিয়ে আমার কোন কিছু জানা নাই’।

Post a Comment

Previous Post Next Post