সংবাদ শিরোনাম

'অমানুষ' পেল মুক্তির ছাড়পত্র



অবশেষে অমানুষ ছবির ছাড়পত্র পেল পরিচালক মামুন।  আপত্তি সংশোধন করে দ্বিতীয় দফায় জমা দিলে চলচ্চিত্র সেন্সরবোর্ড  বৃহস্পতিবার ছবিটির ছাড়পত্র দেয়। এর আগে ‘অমানুষ’ দেখে সেন্সর বোর্ড থেকে একটি সংশোধনী দেওয়া হয়। পরিচালক সংশোধন করে পুনরায় সেন্সরে মুক্তির জন্য আবেদন জানালে বৃহস্পতিবার অমানুষ সেন্সর ছাড়পত্র লাভ করে। পরিচালক মামুন জানান, রবীন্দ্রসংগীতের একটি অংশের মিউজিকে সামান্য সংশোধন করে ছাড়পত্র নেওয়া হয়েছে।  গেল এপ্রিলে শুরু হয় নিরব-মিথিলা জুটির প্রথম সিনেমা ‘অমানুষ’র শুটিং। সিনেমায় ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব। জঙ্গলে এই ডাকাতদের খপ্পরে পড়েন মিথিলা। গল্পের শুরুটা সেখান থেকে। নিরব বলেন, সিনেমাটির জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে হয়। ডাকাত চরিত্রের জন্য মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও পরিবর্তন এনেছি। অনন্য মামুন বলেন, এ সিনেমার মাধ্যমে নতুন নিরবের জন্ম হবে। তার এই পরিবর্তনটা আরো পাঁচ বছর আগে হলে নিরবের অবস্থান অনেক ওপরে থাকত। দেরিতে হলেও নিরব নিজেকে ট্রান্সফর্ম করেছেন। আরো বলেন, মিথিলা আমার পছন্দের অভিনেত্রীদের একজন। কাজ করতে গিয়ে দেখেছি তিনি যেমন সিরিয়াস, তেমনি সিনসিয়ার। তার উপস্থিতি এই সিনেমাকে নিশ্চয়ই দর্শকদের কাছে ভিন্নমাত্রা যোগ করবে।পরিচালক জানান, এটি কোনো ওয়েব ফিল্ম নয়। পরিপূর্ণ সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটিতেও মুক্তি দেওয়া হবে।নিরব-মিথিলা ছাড়াও ‘অমানুষ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর, নওশাবা, রাশেদ অপু, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে।

Post a Comment

Previous Post Next Post