সংবাদ শিরোনাম

চট্টগ্রামে স্টেডিয়ামের পাশে কেমিক্যাল কারখানায় আগুন



চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে একটি কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে।আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে চট্টগ্রাম ফায়ার স্টেশনের ১২টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশের সকাল সাড়ে ১০টার দিকে হোমল্যান্ড নামে একটি রাসায়নিক কেমিক্যাল কারখানায় আগুনের সূত্রপাত হয়। এর কয়েক মিনিট পর সেখানে বিস্ফোরণ ঘটে। জানা গেছে, রাসায়নিকের এই কারখানাতে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ রয়েছে।এছাড়া কারখানার ভেতরে কেও আটকে আছে কি না তাও নিশ্চিত করতে পারেনি  ফায়ার সার্ভিস কর্মিরা।

Post a Comment

Previous Post Next Post