সংবাদ শিরোনাম

উজিরপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন


উজিরপুর প্রতিনিধি ঃ
বরিশালের উজিরপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র অস্থায়ী কার্যালয় পুড়ে ভস্মিভূত হয়েছে। ১৬ ফেব্রুয়ারী রবিবার রাত ১১টায় স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা মিলে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় অস্থায়ী কার্যালয়ের শতাধিক প্লাষ্টিকের চেয়ার ও টেবিল এবং আসবাবপত্রসহ টিনসেড ভবন পুড়ে ভস্মিভূত হয়। ১৭ ফেব্রুয়ারী সকালে উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার মন্নান মাষ্টার, সম্পাদক হুমায়ুন খান, পৌর বিএনপির সম্পাদক শহিদুল ইসলাম খান, সহ সভাপতি আঃ হক বালী, এস,এম আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মতিউর রহমান মোতালেব, মহিলা দলনেত্রী আফসুন্নাহার বেগম ও শিল্পী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ইউসুফসহ নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার মন্নান মাষ্টার জানান, কেন্দ্রীয় বিএনপি নেতা এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর প্রতিষ্ঠিত পৌর সদরে মাতৃ মঙ্গল হাসপাতালটির কার্যক্রম বন্ধ হলে ১০/১২ বছর পর্যন্ত ঐ কার্যালয়ে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছি। ১৭,১৮ ও ১৯ ফেব্রুয়ারী উপজেলা বিএনপির উদ্যোগে ৩দিন সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু কোন দূর্বৃত্তকারী বা বিদ্যুতের শর্কসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে।  উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান জানান, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ড ঘটতে পারে। 
Previous Post Next Post