নিজস্ব প্রতিবেদক---
বরিশালের বাবুগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল নোট সহ কাঞ্চন হাওলাদার(৫৫)নামে এক ব্যক্তিতে আটক করা হয়। বরিশাল র্যাব-৮সিপিএসসি‘র শাখার অভিযানিক দলটি বৃহস্পতিবার বাবুগঞ্জ থানা এলাকায় টহল ডিউটি করাকালীন দেহেরগতী এলাকায় বসতবাড়ীতে গিয়ে তাকে আটক করে। কতিপয় ব্যক্তি জাল টাকা ক্রয়/বিক্রয়ের জন্য অবস্থান করছে। সে মৃত রহম আলী হাওলাদার এর ছেলে। তার কাছ থেকে ৪৪হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। তার নামে র্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মোঃ সাইদুর রহমান বাদী হয়ে বরিশাল জেলার বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।