কলাপাড়া প্রতিনিধি ঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে দুই জনকে কুপিয়ে গুরুতর যখম করেছে স্থানিয় বখাটে সন্ত্রাসীরা । ২৯ আগষ্ট সন্ধায় তেগাছিয়া বাজারে কামাল গাজীর দোকানের সামনে এঘটনা ঘটে। আহতরা হলেন মোঃ রায়হান (২৬) মোঃ হাসান (১৮) আহতদের স্থানিয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা সাস্থ্য কপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেণ। আহদের অবস্থা অধিক গুরুতর হলে চিকিৎসকরা তাদের বরিশাল থেকে ঐ রাতেই ঢাকায় প্রেরন করেণ। বর্তমানে গুরুতর অসুস্থদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রায়হানের অবস্থা অধিক গুরুতর বলে তার চাচা রিয়াজ পাহলান জানান,স্থানিয় সূত্রে জানান, রায়হান,হাসান এক দোকানের বেঞ্চে বসা ছিল বখাটে রাকিবুল তার সাঙ্গপাঙ্গদের সাথেনিয়ে রামদা, বগী,চাইনিজ কুড়াল দিয়ে এলোপাথারি কোপায় আহতদের ডাক চিৎকার শুনে ছুটে এসে দেখতেপায় রক্তে ভিজেযায় সারা সরির। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে পাঠিয়ে দেয়। এলাকায় আধিপত্ত বিস্তার কে কেন্দ্রকরে এ ঘটনার সূত্রপাত বলে জানাযায়।এঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ঘটনার রাত্রে মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য দেলোয়ার বায়াতীকে গ্রেফতার করেন।এবিষয় কলাপাড়া থানার অফিসার ইনচার্য (ওসি)মনিরুল ইসলাম জানান,কোপাকোপির বিষয়ে যখম রায়হানের বাবা ফারুক পাহলান ১৪ জনকে আসামিকরে মামলা দায়ের করেন,এবং একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।