বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলা বোরহানউদ্দিন উপজেলার চরগাজীপুর ১নং ওয়ার্ডে মহিরউদ্দিন বাড়ীর সামনে দোকান ঘর উত্তোলন কে কেন্দ্র করে নুর ইসলাম গংদের হামলায় একই পরিবারের ৩ জন আহত হয়েছে। আহতরা বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে। এ ঘটনাটি শুক্রবার সকাল ৬টায় ঘটেছে।
আহত মমতাজ বেগম (৪০) জানান, এস.এ ২৭৯ খতিয়ানে ২৯১ দাগে খরিদ ও ওয়ারিশ সূত্রে ১৩ শতাংশ জমি ভোগ দখল করে আসছি। এ জমি নিয়ে বেশ কয়েক বার শালিশ মিমাংস হয়। কিন্তু নুর ইসলাম গংরা শালিশ বিচার মানতে না রাজ। তারা জবর দখল করে আমাদের ভোগ দখলীয় জমি দখল নিতে চায়। ওই জমির মধ্যে ৩টি দোকান উত্তোলন করছি। মাচা দিয়ে পাশের খালি জমিতে দোকান ঘর করার প্রস্তুতি নিয়েছি। হঠাৎ ওই জমিতে নুর ইসলাম গংরা শুক্রবার সকালে টিন দিয়ে ঘর উত্তোলন করতে যায়। এতে আমরা বাধাঁ দিলে মো: নুর ইসলাম (৬০), মো: দুলাল (৪৫), মো: আল আমিন (৩০), মো: বাবু (২৭), মো: মিজান (২৫), মো: শেখ ফরিদ একজোট হয়ে আমাদের উপর হামলা করে লাঠিসোটা দিয়ে মেরে মারাত্মক জখম করেন। এতে আমি সহ নজরুল ইসলাম (৩৫), মহিউদ্দিন হৃদয় (২০) কে মারাত্মক ভাবে জখম করলে স্থানীয়রা উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে এনে ভর্তি করেন। আমরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছি। এ ঘটনায় মমতাজ বেগম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে নুর ইসলাম গংরা জানান, বিচারে আমরা কিছু জমি পাওনা হই। ওই জমিতে ঘর উত্তোলন করতে যাই। এতে তারা বাঁধা দেয়। আমরাও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।