ডেক্স সময়ের বরিশাল--
ঝালকাঠির রাজাপুরে কাজের মেয়ে ধর্ষনের অভিযোগে গৃহকর্তা বেল্লাল হোসেন( ৪০)কে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। কিশোরী গৃহকর্মী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে রাজাপুর থানা পুলিশ সোমবার রাতেই বেলালকে গ্রেপ্তার করে পুলিশ। সে গালুয়া ইউনিয়নের পাকাপুল এলাকার মৃত মোসলেম হাওলাদারের ছেলে।
বিবরনে জানাযায়, ধর্ষিতা বেল্লালের বাড়িতে ঝিয়ের কাজ করত, ঘটনার দিন বেল্লালের স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে বেল্লাল তার ঘরের কাজের মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষনের চেষ্টা করে ।
এ বিষয়ে রাজাপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, ভিকটিম বাদী হয়ে অভিযোগ দিয়েছে এবং মামলা রেকর্ড হয়েছে। রাজাপুর থানার মামলা নং ১১ ধারা ৯(১) নারী শিশু নির্যাতন ২০০৩। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।