সংবাদ শিরোনাম

পুকুরের ময়লা পানি দিয়ে তৈরি হয় চরফ্যাশনে মামা হালিম

এম,লোকমান হোসেন, চরফ্যাশন প্রতিনিধি।।


চরফ্যাশন ফ্যাশন স্কয়ারে গনি মিয়ার মামা হালিম ঘরে কাস্টমারকে  পুকুরের ময়লা পানির তৈরি হালিম খাওয়াচ্ছেন গনি মিয়া।  প্রতিদিনই অসংখ্য মানুষ চরফ্যাসন ফ্যাশন স্কয়ারে ঘুরতে আসেন বিনোদনের  জন্যে পর্যটকদের কাছে খুব প্রিয় একটি জায়গা হলো চরফ্যাসন ফ্যাশন স্কয়ার। এখানে  গনি মিয়ার মামা হালিম ঘরে অনেকেই হালিম চটপটি ফুচকা খেতে আসেন, আজ রাতে সবার সামনে হাতে নাতে ধরা খেলো দোকানদার স্কয়ারের পুকুরের পানি খাওয়ান কাস্টমারদের!সবার সামনে যখন একের পর এক জগ ভরে পানি খাওয়ার পানির ড্রাম ভরছেন  তখন সবার নজরে আসে বিষয়টি।

পরে চরফ্যাসন পৌরসভা ৪নং ওয়ার্ডের  কাউন্সিলর মোঃ আকতারুল আলম সামু সেখানে গিয়ে ঘটনা জেনে দোকানটি সাথে সাথেই বন্ধ করে দেন। এছারাও পঁচা বাসি খাবার বিক্রয় করেন বলেও অনেকেই গনি মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন।
মামা হালিমের দোকানটির স্থান হলো চরফ্যাসন ফ্যাশন স্কয়ারের পূর্বপাশে।
Previous Post Next Post