সময়ের বরিশাল ডেক্স---
বরিশালের বাবুগঞ্জের চাদপাশা ইউনিয়নের আবুল কালাম নামে এক ব্যাক্তিকে জবাই করে হত্যা ঘটনা ঘটেছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। জানাগেছে , আবুল কালাম নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নৈশ প্রহরীর চাকুরি করতেন। কিন্তু তাকে জবাই করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। ফতুল্লার পূর্ব শাহী মহল্লার এমএ মতিনের বাড়িতে তাঁকে হত্যা করা হয়।ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বাড়িওয়ালা এমএ মতিন ধারণা করে বলেন হয়তো ডাকাতিতে বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়েছে।
নিহত আবুল কালামের বাবার নাম মৃত. আব্দুল গনি ঢালি। তিনি স্ত্রী ও দুই ছেলে এক মেয়ে নিয়ে ফতুল্লার শাহীবাজার এলাকার আলাউদ্দিন ডাক্তারের বাড়িতে ভাড়া থাকতেন এবং একই এলাকায় নৈশপ্রহরীর কাজ করতেন।