সংবাদ শিরোনাম

উজিরপুরে ১৪০টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রযেক্টর বিতরণ


উজিরপুর প্রতিনিধি ঃ
উজিরপুরে ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রযেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণের উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। ২৭ মে সোমবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ আবদুল্লাহ সাদীদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঃ লতিফ মজুমদার, আরো বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সভাপতি এস,এম জামাল হোসেন, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির মামুন, রহিমা পারভীন প্রমুখ। উপজেলার ১৮৩টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে সভাস্থল মিলন মেলায় পরিনত হয়।  এর সময় প্রধান অতিথি বলেন সকল কিছুর উর্দ্ধে শিক্ষা। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বছরের প্রথম দিনই কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেন। তারই সুযোগ্য সন্তান সজিব ওয়াজেদ জয় দেশকে আরো আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে ডিজিটালাইজেশনের মাধ্যমে আরো দক্ষ জনশক্তি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এমপির ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশে প্রথম উজিরপুর-বানারীপাড়ায় মাল্টিমিডিয়া লাইব্রেরী ও বঙ্গবন্ধু কর্নার গঠন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।  মাননীয় প্রধান মন্ত্রী এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।  তিনি আরো বলেন স্বাধীনতার ৩৯ বছর পরেও মুক্তিযোদ্ধাদের বিকৃত বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া দুঃখ জনক। মাদক, দূর্নিতী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন তিনি।  ২০২০ সালে উজিরপুর-বানারীপাড়া থেকে বরিশালে বিভিন্ন কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বাস সার্বিস চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষকদের আরো মনোযোগী হতে হবে।  

Post a Comment

Previous Post Next Post