বাবুগঞ্জ প্রতিনিধি ॥
হাইকোর্টের নির্দেশনা সত্ত্বেও বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি মানহীন ও ভেজাল খাদ্যপণ্য বিক্রির অপরাধে বাবুগঞ্জে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার। মঙ্গলবার রহমতপুর বাজার ও বিমানবন্দর মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সম্প্রতি হাইকোর্টের ৫২টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে। কিন্তু নির্দেশনা না মেনে অনেকে ওইসব পণ্য বিক্রি করাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে আরও ৫টি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনাকালে রহমতপুর বাজারের প্রত্যেকটি সবজি, মাছ, ফলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে গিয়ে দ্রব্যমুল্য ও মেয়াদ যাচাই করার পাশাপাশি দোকান মালিকদের দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে রাখা এবং ভেজাল থেকে বিরত থাকার নির্দেশনা দেন তিনি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার বলেন, খাদ্যদ্রব্যে ভেজাল প্রতিরোধ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে রাখতে পবিত্র রমজান মাস ব্যাপী মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। কোন ব্যবসায়ী যদি খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকার পরিবেশে কিংবা মেয়াদোত্তীর্ন পণ্য বিক্রির মাধ্যমে মানুষকে প্রতারিত করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
Post a Comment