বরিশালে গাছ লাগানোকে কেন্ত্র করে বাব-ছেলেকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার ॥
বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে
আহত পিতা পূত্র
বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে গাছ লাগানোকে কেন্দ্র করে পিতা ও পুত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা । তাদেরকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হচ্ছেন বরিশাল সদর উপজেলা দূর্গাপুর গ্রামের আঃ মালেক খলিফা (৫৮) ও তার ছেলে মোঃ রিপন খলিফা (৩২)।সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টায় একই এলাকার বাসিন্দা মালেক খলিফার ছেলে রিপন খলিফা নিজের জমিতে গাছ রোপন করে । এতে তার চাচা ছালাম খলিফা বাধা প্রদান করে । এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়।এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছালামের নেতৃত্বে তার স্ত্রী হালিমুন ছেলে সজীব খলিফা মিলে রিপন খলিফাকে হত্যার উদ্দেশ্যে রামদা, সাবলসহ দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসম তাদেরকে কুপিয়ে জখম করা হয়। তাদের ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনা স্থলে ছুটে যায় এবং তাদের কে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Post a Comment

Previous Post Next Post