বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।মঙ্গলবার (২১ অক্টোবর ) তিনি দেহেরগতি ইউনিয়নের উওর দেহের গতি, রাহুতকাঠি, ইদেলকাঠি সহ বিভিন্ন স্থানে নির্মাণাধীন রাস্তা, পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের অগ্রগতি ও গুণগত মান স্বচক্ষে পর্যালোচনা করেন।এসময় ইউএনও ফারুক আহমেদ বলেন,“সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়ন করা। জনগণের টাকায় এসব উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে—তাই কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। প্রতিটি প্রকল্পের কাজ সঠিকভাবে ও নির্ধারিত সময়ে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। উন্নয়ন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে।”পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলিম, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য জিয়া শিকদার, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ও দেহেরগতি ইউনিয়ন যুবদলের আহবায়ক হাসান মাহমুদ বরকত, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, যুগ্ম আহ্বায়ক ইমরান সহ আরো স্থানীয় জন প্রতিনিধি, প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

Post a Comment