সংবাদ শিরোনাম

সন্ধ্যার পরে শুরু হয় কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন

 আজকাল বার্তা ডেক্স-- 

https://www.cpmrevenuegate.com/hppe6kzg?key=fe1d0a58636056bc6d19fba2b8f5bb18

বরিশাল সিটি করপোরেশন এলাকায় দীর্ঘদিন যাবত ড্রেজিং ব্যবস্থায় নিষেধাজ্ঞা থাকলেও বিসিসিকে ম্যানেজ করে চলছে বানিজ্য। প্রতিদিন সন্ধ্যা নামার সাথে সাথে শুরু হয় বালু উত্তোলন।

বিস্তারিত ভিডিও লিংক

 গত এক সপ্তাহ যাবত নগরীর ১২ নং ওয়ার্ডের ত্রিশগোডাউন এলাকায় চলছে এই যজ্ঞ।

বরিশাল সিটি করপোরেশনের আরআই ইনচার্জ স্বপন কুমারকে ম্যানেজ করে এটা করা হচ্ছে বলে জানিয়েছে বালু উত্তোলনকারী হুমায়ুন কবীর ওরফে টিয়া। তিনি আরো বলেন, এটি যুবদল নেতা মিঠু ভাইয়ের ড্রেজার। এটার বিষয়ে তার সাথে কথা বলেন। তাছাড়া এর সাথে যুক্ত রয়েছেন সাবেক ছাত্রদল নেতা সাহাদাত। কীর্তনখোলা থেকে বালু উত্তোলন হয়না, অন্য জায়গা থেকে এনে এখানে শুধু আনলোড করা হয়।

Click here

এদিকে ম্যানেজ হওয়ার বিষয়টি অস্বীকার করে বরিশাল সিটি করপোরেশনের আরআই ইনচার্জ স্বপন কুমার বলেন, আমি এই বালু উত্তোলনের বিষয়টি জানিনা। যত দ্রুত সম্ভব এটি বন্ধ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে এলাকাবাসী বলছেন, গত এক সপ্তাহ যাবত এভাবেই এখানে বালু উত্তোলন করা হচ্ছে। বিভিন্নভাবে সিটি করপোরেশনকে জানানো হলেও অজ্ঞাত কারনে তারা কোন ব্যবস্থা নেয়নি। তাছাড়া এর সাথে বড় বড় বিএনপি নেতারা জড়িত উল্লেখ করে কাউকে মুখ না খুলতে হুমকি ধামকি দিচ্ছে হুমায়ুন কবীর টিয়া।

সূত্র- বরিশাল বাণী 


Post a Comment

Previous Post Next Post