নিজস্ব প্রতিবেদক :::
বরিশাল নগরীতে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও তার ভাইকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে নগরের ৬ নম্বর ওয়ার্ডে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। স্থানীয় অনেকেই জানিয়েছেন, হামলা নয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল ও হৃদয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।যে ঘটনায় নগরের ৬ নম্বর ওয়ার্ড গগন গলি এলাকার বাসিন্দা বেলাল হোসেনের ছেলে হৃদয় (২২), ইসমাইল সিকদারের ছেলে সোহাগ হোসেন (৩৫) ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল (৩০) রক্তাক্ত জখম হন। দুই ভাইয়ের মধ্যে প্রিন্স মাহমুদ সোহেল নগরের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
পাশাপাশি তিনি একজন ব্যবসায়ীও।সোহেল জানিয়েছেন, তাদের দুই ভাইকে হত্যার উদ্দেশ্যেই গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।আর আহতদের স্বজনরা হামলা কিংবা সংঘর্ষের বিষয়ে বিস্তারিত কিছু না জানাতে পারলেও এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।আর অভিযোগ পেলে তদন্ত করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ।
Post a Comment