সংবাদ শিরোনাম

গাজীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় ট্রেনের ধাক্কায় সেতু থেকে পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।তার বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর।রোববার (১২ মে) বিকেলে কাওরাইদ-গয়েশপুর রেল সেতুতে এ ঘটনা ঘটে।কাওরাইদ রেলওয়ে সহকারী স্টেশনমাস্টার রফিকুল ইসলাম জানান, কাওরাইদ-গয়েশপুর রেলওয়ে সেতুর ওপর দিয়ে এক বৃদ্ধ হেঁটে পার হচ্ছিলেন। একই সময় ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রেন কাওরাইদ-গয়েশপুর রেলওয়ে সেতুর অতিক্রম করছিল। একপর্যায়ে সেতু পার হওয়ার আগেই ওই বৃদ্ধ ট্রেনের ধাক্কায় সেতুর নিচে শুকনো স্থানে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান জানান, ট্রেনের ধাক্কায় রেলওয়ে সেতু থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Post a Comment

Previous Post Next Post